রোববার (৬ অক্টোবর) উপজেলার সাতগাঁও রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতে প্রতিবছরের মত এবারও পূজা অনুষ্ঠিত হয়। এবার দেবী দুর্গার অপরাজিতা রূপে পূজা করা হয় ১০ বছরের রিশিতা চক্রবর্তীকে।
পূজা উপলক্ষে উলুধ্বনি আর ঢাক-ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে কালীবাড়ি প্রাঙ্গণ। পুরোহিতরা মন্ত্রপাঠসহ নানা আনুষ্ঠানিকতায় কুমারীপূজা শেষ করেন। পূজা শেষে ভক্তদের দর্শন দেওয়ার জন্য উঁচু মন্দিরের ওপর বসানো হয়। আনন্দময়ী কালীবাড়ি সূত্র জানায়, ‘কুমারী পূজা’ হলো তন্ত্রশাস্ত্র মতে, অনধিক ষোলো বছরের অরজঃস্বলা কুমারী মেয়ের পূজা। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এ পূজা অনুষ্ঠিত হয়। বর্তমানে কুমারীপূজার প্রচলন কমে গেছে। প্রতিবছর দুর্গাপূজার মহাষ্টমী পূজার শেষে কুমারীপূজা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক সুশীল শীল বাংলানিউজকে বলেন, এ কালী মন্দিরে বহু বছর ধরে কুমারীপূজা হয়ে আসছে। জেলার বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক সমাগম হয় এখানে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, যেহেতু এ মন্দিরে কুমারীপূজা দেখতে প্রচুর মানুষ আসে। তাই আমরা কুমারীপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করেছি।
এবার পর্যটননগর শ্রীমঙ্গলের ১৬৭টি পুজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
বিবিবি/আরবি/