রোববার (৬ অক্টোবর) দুপুরের সদর উপজেলার কুলপদ্ধী নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বেলাল মোল্যা একই এলাকার ইয়াসিন মোল্যার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বেলাল মোল্যা তার নতুন তৈরি করা ঘরে প্রবেশ করেন। এমন সময় বাইরে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘরের ভেতরে অচেতন হয়ে পড়েন বেলাল মোল্লা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলাল মোল্যার ভাতিজা এনামুল মোল্ল্যা বলেন, বৃষ্টির আগে তিনি নতুন ঘরে প্রবেশ করে। বৃষ্টি শেষে তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাকে হাসাপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার আবির মাহমুদ বলেন, ‘অচেতন অবস্থায় বেলাল মোল্যাকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
ওএইচ/