আগামীকাল বুধবার (৯ অক্টোবর) থেকে শুরু করে ৩০ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা অলোক কুমার সাহা এ তথ্য জানিয়েছেন।
বাংলানিউজকে তিনি বলেন, মা ইলিশ যাতে অবাধে ডিম ছাড়তে পারে সে জন্যই এ সময় নদীতে জাল ফেলা নিষেধ। রাজশাহী সিটি করপোরেশন ও নদীঘেঁষা আশপাশের চার উপজেলায় ১ হাজার ৮শ’ জেলে রয়েছে। এ সময় সরকারের পক্ষ থেকে তাদের বিনামূল্যে ২০ কেজি করে চাল দেওয়া হবে।
এই ২২ দিনের মধ্যে রাজশাহীর পদ্মায় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। নৌ-পুলিশ বিষয়টি নজরদারি করবে। এর ভেতর কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে নামলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞার বিষয়টি এরই মধ্যে স্থানীয় জেলেদের অবহিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এসএস/এইচজে