বুধবার (৯ অক্টোবর) দুপুর তিনটার দিকে শিক্ষক সমিতির নেতারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রদের আন্দোলনে সংহতি জানাতে আসার পর তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন>> চাপের মুখে পদত্যাগ করলেন শেরেবাংলা হলের প্রভোস্ট
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ডিরেক্টর অফ স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালকের কাছে জানতে চায় কার নির্দেশে ক্যাম্পাসে পুলিশ আসলো এবং কার নির্দেশে গেলো।
এমন প্রশ্নের উত্তরে ডিরেক্টর অব স্টুডেন্ট ওয়েলফেয়ার বলেন, পলিটিক্যাল স্টুডেন্টদের ক্ষমতা আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের কোনো কাজে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে আমরা নম্বর সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জানাই। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের তেমন একটা সখ্যতা নাই যতটা পলিটিকাল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে সখ্যতা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
আরকেআর/এইচএডি