ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে বরিশালে বিশ্ব শিশুদিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
নানা আয়োজনে বরিশালে বিশ্ব শিশুদিবস পালিত

বরিশাল: ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ স্লোগানকে সামনে রেখে বরিশালে নানা কর্মসূচিতে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯’ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হলে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

বরিশাল জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, প্রবীণ সাংবাদিক ও সংস্কৃতিজন এস এম ইকবাল, সৈয়দ দুলাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ প্রমুখ।

এসময় নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত শিশু ও শ্রমজীবী শিশুরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।