বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে স্রোতস্বিনী যমুনা নদীর দৃষ্টিনন্দন স্থাপনা সিরাজগঞ্জ হার্ডপয়েন্ট এলাকায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা ও জামালপুর জেলার ৩০টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
জেলা পরিষদ আয়োজিত এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, জেলা জজ আদালতের নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রফিকুল আজিজ উপস্থিত ছিলেন।
হার্ডপয়েন্ট এলাকায় প্রায় আড়াই কিলোমিটার জুড়ে অর্ধ লক্ষাধিক মানুষ এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করে।
অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে সকাল থেকে উন্মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবহমান বাংলার নানা সংস্কৃতি তুলে ধরা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসএইচ