ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুর রহমান নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের আজিবপুর সরদারপাড়া রেললাইন বস্তিতে এ ঘটনা ঘটে।  

এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সিদ্ধিরগঞ্জের আজিবপুর সরদারপাড়া রেললাইন বস্তির নিজ বাড়ির সামনে শিশুটি খেলা করছিলো।

এসময় টিভি দেখার প্রলোভন দেখিয়ে আব্দুর রহমান শিশুটিকে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে আতঙ্কিত শিশুটি চিৎকার দিতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার ও আব্দুর রহমানকে আটক করে পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, আব্দুর রহমান সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মিছির আলী সুপার মার্কেটের নিরাপত্তা প্রহরী। শিশুটির বাসার পাশেই আব্দুর রহমানের বাসা।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।