বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার (১০ অক্টোবর) জনসাধারণের মধ্যে বিষয়টি জানাজানি হয়।
শিশু প্রিতম উপজেলার চাকুয়া ইউনিয়নের পাথরা গ্রামের পরিতোষ সরকারের ছেলে।
পরিতোষ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খেলা করতে গিয়ে প্রিতমের ডান পাটি ভেঙে যায়। পরে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
তখন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুবীর সরকার প্রাথমিক চিকিৎসকা দিয়ে প্লাস্টারের জন্য চিকিৎসক তানভীর হাসানের কাছে পাঠান।
চিকিৎসক তানভীর না থাকায় ওয়ার্ডবয় জামাল শিশুর ভাঙা পায়ের পরিবর্তে ভালো পা প্লাস্টার করে দেন। পরে রাতে শিশুর শারিরীক পরিস্থিতি অবনতি হলে ফের বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবারের সদস্যরা।
তখন জরুরি বিভাগে থাকা ময়না নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারী প্রিতমের আগের প্লাস্টার খুলে ভাঙা পা প্লাস্টার করে দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর মোহাম্মদ শামছুর আলম বাংলানিউজকে জানান, ভুল চিকিৎসা দেয়ার অপরাধে ওয়ার্ডবয় জামালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এমএমএস