ছবি:সংগৃহীত
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার (৭ অক্টোবর) থেকে শিক্ষার্থীরা আট দফা দাবিতে আন্দোলন করছেন।
এ অবস্থায় শুক্রবার (১১ অক্টোবর) অনুষ্ঠিতব্য মেডিকেল ভর্তিচ্ছুদের রাজধানীর পলাশী হতে বুয়েট এলাকার রাস্তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে আন্দোলনকারীরা।
তারা বলেন, আগামীকালের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদেরকে পলাশী মোড় থেকে বুয়েট মেইন গেইট হয়ে বকশী বাজার অবধি রাস্তা পরিহার করার জন্য অনুরোধ করছি।
আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আমাদের আন্দোলন আগামীকালও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসকেবি/এমএমএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।