নিখোঁজরা হলেন, বরিশাল জেলার বিমান বন্দর থানার তিলক গ্রামের মোজাম্মেল হাওলাদারের ছেলে মো. হানিফ (৩২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মানিক দিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সাইদুর প্রামানিক (৬০)।
সদর থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, যমুনা নদীর শহর রক্ষা বাঁধ এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালে বিকেল চারটার দিকে বাইচের একটি নৌকাকে ধাক্কা দেয় দর্শনার্থীদের নৌকা।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়েও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে পারেনি। শুক্রবার সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএমএস