বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী, মো: ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও বেগম জিন্নাতুল বাকিয়া।
সংসদীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ওয়াকফ প্রশাসকের কার্যক্রম সম্পর্কে আলোচনা করার পরে এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
মো: হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি , মাহমুদ উস সামাদ চৌধুরী, বেগম জিন্নাতুল বাকিয়া এবং মোছা: তাহমিনা বেগম।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসই/এমএমএস