ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফাহাদ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মোমবাতি প্রজ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ফাহাদ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মোমবাতি প্রজ্বলন ...

সিরাজগঞ্জ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যার পর শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্তরে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা হাতে প্রতিবাদমূলক লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রতিবাদ জানায়।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি রেখে নিহত আবরার ফাহাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘন্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।