নিহতরা হলেন, শেরপুরের নকলা থানার বাছুরআগলা এলাকার মজিবর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৬), একই থানার রামপুর এলাকার আলফাজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪) ও ময়মনসিংহের গৌরিপুর থানার দৌলতপুর এলাকার আহম্মদ আলী ছেলে বাদশা মিয়া (১৯)। আহত এক নারী, তার পরিচয় জানা যায়নি।
এঘটনায় বাদশা মিয়া (৩৮) নামে ওই ট্রাক চালককে আটক করা হয়েছে। আটক বাদশা মিয়া সিরাজগঞ্জের রায়পুর থানার আবুদিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আইয়ুব আলী জানান, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে মাওনার দিকে যাচ্ছিল হতাহতরা। এক পর্যায়ে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২জন এবং হাসপাতালে নেওয়ার পথে ১জন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ ৩টি উদ্ধার এবং ট্রাক ও চালককে আটক করে। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহগুলো বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে হতাহতরা গাজীপুরের শ্রীপুরে বাসা ভাড়া থেকে বিভিন্ন কারখানায় চাকরি করতো।
বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯।
আরএস/এমএমএস