বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে অধিদফতরের জেলার সহকারী পরিচালক শাহ্ আলম এ জরিমানা করেন।
এরমধ্যে পূর্বধলা উপজেলা বাজারে ফার্মেসিতে দশ হাজার ও কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে বেকারিতে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন- জেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, বাজার কর্মকর্তা আজমল হোসাইন, উপজেলার স্যানিটরি ইন্সপেক্টর হাশিম উদ্দিন খান (পূর্বধলা) ও আব্দুল গফুর (কেন্দুয়া) সহ জেলার পুলিশ সদস্যরা।
অধিদফতরের সহকারী পরিচালক বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোক্তা অধিকার আইন কার্যকর রাখতে জনস্বার্থে ভোজাল বিরোধী অভিযান চলবে।
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএমএস