ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ফার্মেসি ও বেকারিতে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
নেত্রকোনায় ফার্মেসি ও বেকারিতে জরিমানা ছবি:বাংলানিউজ

নেত্রকোনা: বিক্রয় নিষিদ্ধ ওষুধ ও ভেজাল খাদ্য তৈরিসহ বিক্রির দায়ে নেত্রকোনার পূর্বধল এবং কেন্দুয়া উপজেলায় চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে অধিদফতরের জেলার সহকারী পরিচালক শাহ্ আলম এ জরিমানা করেন।

এরমধ্যে পূর্বধলা উপজেলা বাজারে ফার্মেসিতে দশ হাজার ও কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে বেকারিতে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেন- জেলার স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক, বাজার কর্মকর্তা আজমল হোসাইন, উপজেলার স্যানিটরি ইন্সপেক্টর হাশিম উদ্দিন খান (পূর্বধলা) ও আব্দুল গফুর (কেন্দুয়া) সহ জেলার পুলিশ সদস্যরা।

অধিদফতরের সহকারী পরিচালক বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোক্তা অধিকার আইন কার্যকর রাখতে জনস্বার্থে ভোজাল বিরোধী অভিযান চলবে।  

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।