ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ আলম দেওয়ান (২৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার পাকশী ইউনিয়নের গাইডব্যাংক হঠাৎপাড়া এলাকা থেকে আটক করা হয়।

আটক আলম দেওয়ান হঠাৎপাড়া গ্রামের ওসমান দেওয়ানের ছেলে।

পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন থেকে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আলম ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, মাদকদ্রব্য আইনে ঈশ্বরদী থানায় মামলা নথিভুক্ত করে আটক আলমকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।