ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মধুপুরে কিশোর নিখোঁজ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
মধুপুরে কিশোর নিখোঁজ

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে পূজা মণ্ডপ থেকে কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় মামলা দায়েরের পরদিন ফের মাহিম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মাহিমের বাবা ইসমাইল হোসেন এ জিডি (জিডি নম্বর ৪০৮) করেছেন। তার বাড়ি অরণখোলা ইউনিয়নের কাকরাইদ গ্রামে।

বাবা ইসমাইল জানান, গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কাকরাইদ বাজার মসজিদের সামনে থেকে নিখোঁজ হয় মাহিম। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে থানায় জিডি করেছেন তিনি।

অপরদিকে গত ৭ অক্টোবর সন্ধ্যায় একই ইউনিয়নের জলছত্র পূজা মণ্ডপ থেকে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনা উল্লেখ করে মঙ্গলবার রাতে জিডি ও পরে বুধবার রাতে মধুপুর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন নিখোঁজ কিশোরীর বাবা।  

এসআই জোবাইদুল জানিয়েছেন, উদ্ধারের জোর তৎপরতা চলছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।