শুক্রবার (১১ অক্টোবর) টোকিওতে হিসাসি ইনাদুর মন্ত্রণালয়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার নেওয়ার বিষয়ে পরীক্ষা দ্রুত আয়োজনের জন্য প্রতিমন্ত্রী হিসাসি ইনাদুকে অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে হিসাসি ইনাদু পরীক্ষা নেওয়ার বিষয়টি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।
এছাড়া বৈঠকে বাংলাদেশ থেকে জাপানে অধিক কর্মী নিয়োগ এবং কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
টিআর/ওএইচ/