শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল সড়কের পাশে উপজেলার কয়েলগাতী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার জানান, বারাকান্দি-কয়েলগাতীর মাঝখানে রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি জানান, নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরে বেড়াতেন। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৯
আরএ