শুক্রবার (১১ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয়। রাসেল বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী উত্তর পাড়ার মো. নজরুল আকন্দের ছেলে।
পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ ও এস আই মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা রাসেলকে এক হাজার ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি মাদক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি পালাতক আসামি।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (ওসি-তদন্ত) আর কে বি রেজা বাংলানিউজকে বলেন, গ্রেফতার রাসেল একজন মাদকবিক্রেতা ও মাদক মামলার তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত পালাতক আসামি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
কেইউএ/আরআইএস/