শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুইজন হলেন- উপজেলার বল্লবপুর গ্রামের বাসিন্দা ছালিমা খাতুন (৩০) ও আহম্মদ আলী (৪০)।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বল্লবপুর গ্রামে অভিযান চালায়। এসময় ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ইউজি/এসএ/