শুক্রবার (১১ অক্টোবর) সকালে ভৈরব রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বাচ্চু গাজী চাঁদপুর সদরের মৃত হাশিম গাজীর ছেলে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মদ বিশ্বাস বাংলানিউজকে জানান, সকালে স্টেশনের এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাচ্ছিলেন বাচ্চু গাজী। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এনটি