ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১শ’ পিস ইয়াবাসহ ইকবাল মল্লিক (৩২) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকবাল একই গ্রামের বাসিন্দা ছেলে।

ভাণ্ডারিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে একই গ্রামে তার এক ভগ্নিপতি বাড়ি থেকে ১শ’ পিস ইয়াবাসহ ইকবালকে গ্রেফতার করা হয়। এসময় তার ভগ্নিপতি রেজাউলকেও আটক করা হয়।  

ইকবালের নামে আটটি মামলায় গ্রেফতারি পরোয়ানাসহ ১২টি মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি বিচার হওয়া একটি মাদক মামলায় তিনি ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।