সাতক্ষীরা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ১৪ নম্বর আসামি শামীম বিল্লাহকে সাতক্ষীরার শ্যামনগর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার ইছাকুড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শামীম বিল্লাহ ওই গ্রামের বাবলু রহমানের ছেলে।
তিনি বুয়েটের নেভাল অ্যান্ড আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই, তদন্ত) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, শামীমকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে নিয়ে গেছে। তারাই বিস্তারিত বলতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।