শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার হোসেন এ রায় দেন। অভিযানকালে হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভোলা সদরের ইলিশা এলাকার মহসিন (৩৫), ভেদুরিয়া এলাকার সাগর (২০) ও দৌলতখানের মেদুয়া এলাকার আব্বাস (২৮)।
ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের তত্ত্বাবধানে নৌ-পুলিশ ও থানা পুলিশকে নিয়ে একটি দল নদীতে নামে। এ সময় বিকেল পর্যন্ত মেঘনার ভোলার খাল, ইলিশা ও মেদুয়া পয়েন্ট থেকে তিন জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় ৯-১১ অক্টোরর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এনটি