শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র্যালি বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় সার্কিট হাউস প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সার্কিট হাউসের সভাকক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-পরিচালক ডা. কানাই লাল স্বর্ণকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিশেষ অতিথি জেলা প্রশাসক এস. এম অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মাহমুদ হাসান, সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল করীম চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম জানান, গত অর্থ বছরে বরিশাল জেলায় ১৪ কোটি ৮২ লাখ ৫৮ হাজার ১৭৪টি ডিম উৎপন্ন হয়েছে।
এসময় আরও বক্তব্য রাখেন জেলার বিভিন্ন স্থানে কর্মরত ভেটেরিনারি কর্মকর্তা ও পোলট্রি ব্যবসায়ীরা। আলোচনা সভায় পোলট্রি ব্যবসায়ীরা তাদের ডিম উৎপাদনের ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএস/এবি/এসএ