ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

পঞ্চগড়: পঞ্চগড়ে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে দৌলত (৩৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। এসময় নসিমনের যাত্রী ছুলু মিয়া (৩৫) আহত হয়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সরদ উপজেলার জগদল চার মাইল কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দৌলত পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের তালমা আদর্শ গ্রামের মৃত হযরত আলীর ছেলে ও কাজিরহাট মসজিদের ইমাম।



পুলিশ সূত্রে জানা যায়, বাড়ি থেকে মোটরসাইকেলে করে পঞ্চগড় যাওয়ার সময় বিপরীত দিক থেকে (জগদল) ছেড়ে আসা একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাকে ও আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রওশন আরা মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাদির দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘাতক নসিমনটি ঘটনার পর পরেই পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।