শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সরদ উপজেলার জগদল চার মাইল কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দৌলত পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের তালমা আদর্শ গ্রামের মৃত হযরত আলীর ছেলে ও কাজিরহাট মসজিদের ইমাম।
পুলিশ সূত্রে জানা যায়, বাড়ি থেকে মোটরসাইকেলে করে পঞ্চগড় যাওয়ার সময় বিপরীত দিক থেকে (জগদল) ছেড়ে আসা একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাকে ও আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রওশন আরা মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাদির দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘাতক নসিমনটি ঘটনার পর পরেই পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসএইচ