শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আইয়ুব শেখ, ফজলুল হক, নূরে আলম, হামিদ আলী, মিরাজুল শেখ, আলমগীর হোসেন, লোকমান শেখ ও মো. হাবু।
জাকির হোসেন বাংলানিউজকে বলেন, আটক প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযানে তাদের কাছ থেকে জব্দ করা অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
৯-৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন সময়। এসময় মেঘনা-তেঁতুলিয়াসহ সব নদীতে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এসআরএস