শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার শামীম বিল্লাহ সাতক্ষীরার শ্যামনগর থানা এলাকার ইছাপুর গ্রামের আমিনুর রহমানের ছেলে।
পড়ুন>>শ্যামনগরে ফাহাদ হত্যা মামলার আসামি শামীম গ্রেফতার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত ১৪ নম্বর আসামি শামীম। তিনি শুক্রবার সাতক্ষীরা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে গ্রেফতার শামীমকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
শামীম বিল্লাহকে গ্রেফতারের মধ্য দিয়ে এ পর্যন্ত ফাহাদ হত্যা মামলায় সংশ্লিষ্ট ১৮ জনকে গ্রেফতার করলো ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
পিএম/এমএ