ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় ইঁদুর মারার ফাঁদে পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
মাগুরায় ইঁদুর মারার ফাঁদে পড়ে যুবকের মৃত্যু

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা এলাকায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রহিম পালা গ্রামের ওহিদ মিয়ার ছেলে।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে রহিম তার নিজ ফসলের জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।