ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কুমিল্লার সদর দক্ষিণে বাসের চাপায় ২ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
কুমিল্লার সদর দক্ষিণে বাসের চাপায় ২ জন নিহত

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণের সোয়াগাজী এলাকায় বাসের চাপায় পিকআপ ভ্যান চালক ও যাত্রীসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা, নগরীর মোগলটুলীর আল করিম লাইব্রেরীর মালিক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ এবং পিকআপ ভ্যান চালক কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার জাকির হোসেন।

আহত হয়েছেন হাফেজ মাওলানা ফয়জুল্লাহর ছেলে আবদুল হামিদ।

স্থানীয় সূত্র জানায়, সুয়াগাজি এলাকায় বাসের চাপায় পিকআপ ভ্যানের চালকসহ ২ জন ঘটনাস্থলেই মারা যায়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, দুর্ঘটনা হয়েছে শুনেছি। এ সড়কটি হাইওয়ে পুলিশ এর নিয়ন্ত্রণে। তারা বিস্তারিত বলতে পারবে।

এ বিষয়ে জানতে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।