মামলা সূত্রে জানা গেছে, গত ২ বছর পূর্বে বন্দর থানার নূরপুর এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মঞ্জু মিয়ার সঙ্গে একই থানার পুরান বন্দর চৌধুরী বাড়িস্থ কলাবাগ এলাকার মোহাম্মদ আলী মিয়ার মেয়ে রাবেয়া বেগমের বিয়ে হয়।
বিয়ের কয়েক মাস পর মঞ্জু মিয়া জীবিকার তাগিদে লেবাননে পাড়ি জমান।
শুক্রবার (১১ অক্টোবর) ভুক্তভোগী রাবেয়া বেগম বলেন, ‘প্রতারক স্বামী মঞ্জু মিয়া আমাকে দিয়ে লেবাননে অসামাজিক কাজে লিপ্ত থাকতে বাধ্য করেন। লেবাননে আমার জমানো প্রায় ৭ লাখ টাকাও তিনি আত্মসাৎ করেছে। এক পর্যায়ে গত বছরের ২১ মে ওই দেশের দালালদের কাছে আমাকে বিক্রি করে দেশে ফিরে পুনরায় আরও একটি বিয়ে করে তিনি। ’
‘আমি অনেক আকুতি করে দালালদের কবল থেকে মুক্তি পেয়ে ৬ অক্টোবর দেশে ফিরে স্বামীর বাড়িতে যাই। সেখানে এ ঘটনার প্রতিবাদ করলে মঞ্জু, তার বোন আমেলা ও তার ২য় স্ত্রী রুনা আমাকে প্রচণ্ড নির্যাতন করে। এরপর আমি তাদের বিরুদ্ধে মামলা করি,’ যোগ করেন তিনি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে সদ্য প্রবাস ফেরৎ গৃহবধূ রাবেয়া বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলাটি দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
জেআইএম