ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৩ বাল্যবিয়ে বন্ধ, অভিভাবকদের অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
সিরাজগঞ্জে ৩ বাল্যবিয়ে বন্ধ, অভিভাবকদের অর্থদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এক রাতে তিন স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর-কনের অভিভাবকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বাগবাটি ইউনিয়নের বৈদ্যধলডোব কিসমত পাড়ায় অভিযান চালিয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন (১৩), সন্ধ্যা সাড়ে ৬টায় শিয়ালকোল ইউনিয়নের জামুয়া গ্রামে দশম শ্রেণীর ছাত্রী মোছা. মানিয়া খাতুন (১৫) ও রাতে একই গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী আশা খাতুনের (১৪) বাল্যবিয়ে বন্ধ করা হয়।

এসব অভিযানে বরের চাচা, কনের বাবা ও মায়ের কাছ থেকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে বা-মায়ের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।