এনআইসিভিডির সহযোগী অধ্যাপক ডা. মহসিন আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালের দিকে মেডিক্যাল বোর্ডের সব সদস্য সম্রাটকে দেখেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার জাহিদ জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড পাওয়া ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাগারে আনা হচ্ছে।
এর আগে, বুকে ব্যথা অনুভব করলে গত বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় সম্রাটকে কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে, ঢামেক চিকিৎসকদের পরামর্শে তাকে এনআইসিভিডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এজেডএস/এমএমআই/একে