ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কারাগারে ফেরত পাঠানো হচ্ছে সম্রাটকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
 কারাগারে ফেরত পাঠানো হচ্ছে সম্রাটকে কারাগারে নেওয়া হচ্ছে সম্রাটকে। ছবি: বাংলানিউজ

ঢাকা: যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে তাকে হাসপাতাল থেকে বের করে কারাগারে ফেরত নেওয়া হচ্ছে।

এনআইসিভিডির সহযোগী অধ্যাপক ডা. মহসিন আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালের দিকে মেডিক্যাল বোর্ডের সব সদস্য সম্রাটকে দেখেছেন।

বোর্ডের সিদ্ধান্তক্রমে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার জাহিদ জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড পাওয়া ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাগারে আনা হচ্ছে।

এর আগে, বুকে ব্যথা অনুভব করলে গত বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় সম্রাটকে কারাগার থেকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে, ঢামেক চিকিৎসকদের পরামর্শে তাকে এনআইসিভিডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এজেডএস/এমএমআই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।