ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
বগুড়ায় অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ৩ অস্ত্রসহ আটক তিন। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়া শহরে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটক তিনজন হলেন- বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে আরিফ হোসেন (৩২), ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩০) ও কাহালু উপজেলার মুরইল দপ্তরিপাড়ার আব্দুল কাদের আকন্দের ছেলে মিলন আকন্দ (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ অক্টোবর) রাতে শহরের হাকিরমোড় এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ও একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগজিনসহ একাধিক মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আর কে বি রেজা বাংলানিউজকে জানান, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। অস্ত্র ও মাদকসহ গ্রেফতার তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।