মঙ্গলবার (১৫ অক্টোপবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী।
বৈঠকে স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর প্রণীত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ জেলা ও উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন (ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ)-এর ২০১১-১২ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট ২১০২-১৩ এ অন্তর্ভুক্ত ১৮টি অডিট আপত্তি বিষয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, এসব অডিট আপত্তিসমূহের ক্ষেত্রে জড়িত অর্থ দুই মাসের মধ্যে আদায় করে কমিটিকে অবহিত করার নির্দেশ দিয়েছে কমিটি।
বৈঠকে কমিটির সদস্য মো. আব্দুস শহীদ, মো. আফছারুল আমীন, মো. শহীদুজ্জামান সরকার, সালমান এফ রহমান, জহিরুল হক ভূঞা মোহন, আহসানুল ইসলাম (টিটু), ওয়াসিকা আয়েশা খান ও মো. জাহিদুর রহমান অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এসকে/এমএ