ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের র‌্যালি

সিলেট: ‘সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি’ এ প্রতিপাদ্যে সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সিলেটে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র এবং সিলেট জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনগুলো অংশ নেয়।

দিনটি উপলক্ষে সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন।

জেলা সমাজসেবা নিবাস রঞ্জন দাসে‘র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাসির উল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সিদবার্থ শংকর রায়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।