মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে র্যাব-১২ পাবনা ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার বাংলানিউজকে এ তথ্য জানান।
আটকরা হলেন- পাবনা পৌর এলাকার শালগাড়িয়া গোরস্থানপাড়া মহল্লার ছিদ্দিক আলী (৪৫) ও সাথিয়া চিনাখড়া এলাকার মোছা. নাছরিন আক্তার (২২)।
আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পাবনা সদরের গাছপাড়া ও টেবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। তাদের নামে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এসআরএস