বুধবার (১৫ অক্টোবর) ভোরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাব্বানী ব্রাহ্মণবাড়িয়ার দুলাবাড়ী থানার নবীনগর গ্রামের জয়নাল মোল্লার ছেলে।
পুলিশ জানায়, ভোরে এলাকায় বাইপাইলগামী আশুলিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস থেকে নামার সময় পেছন থেকে আসা একটি ট্রাক রাব্বানীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এসআরএস