ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

রাজারহাটে হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, বাবার ৭ বছর দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
রাজারহাটে হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, বাবার ৭ বছর দণ্ড

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শাহ আলম স্বপন হত্যা মামলায় আসামি নূরনবীর যাবজ্জীবন ও তার বাবা পিয়ারুলকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টার দিকে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী রফিউল আলম এ রায় ঘোষণা করেন।

রায়ে ৩০২ ধারায় আসামি নূরনবীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশহাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩২৬ ধারায় তার বাবা পিয়ারুলকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 
মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ৪ এপ্রিল উপজেলার নাজিমখান ইউনিয়নের মনারকুটি গ্রামের আব্দুল হাই সরকারের ছেলে শাহ আলম স্বপনের (২২) সঙ্গে পার্শ্ববর্তী উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর দলদলিয়া গ্রামের পেয়ারুল ইসলামের ছেলে নূরনবীর (২০) পান ক্রয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে নুরনবী তার পরিবারের কয়েকজনকে নিয়ে স্বপনের ওপর হামলা চালায় এবং পাঁজরে ছুরিকাঘাত করেন। গুরুতর আহতাবস্থায় স্বপনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ওই দিন রাতেই শাহ-আলম স্বপনের চাচা মকবুলার রহমান বাদী হয়ে রাজারহাট থানায় হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।