সিরাজ ফকির উপজেলার পশ্চিম বাকাল গ্রামের হানিফ ফকিরের ছেলে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ভাবি মনোয়ারা বেগম বাংলানিউজকে জানান, উপজেলার নওপাড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমন সিরাজের ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এসময় তিনি ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এমএস/ওএইচ/