মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কটিয়াদী বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন এ অভিযান পরিচালনা করেন।
ইব্রাহীম হোসেন বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের জন্য ‘রাজলক্ষী মিষ্টান্ন ভাণ্ডার’কে ২০ হাজার টাকা ও ‘জগৎবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির করায় স্থানীয় গুরুদেব ফার্মেসিকে ৫ হাজার জরিমানা করা হয়।
অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
ওএইচ/