মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরু মিয়া ললাটি গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।
জানা যায়, দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নয়াপুর বাজারে যাচ্ছিলেন নুরু মিয়া। পথে ললাটি বাসস্ট্যান্ড এলাকায় এলে মদনপুর থেকে বস্তলগামী একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়লে কাভার্ড ভ্যানটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এবি/আরবি/