মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বেনাপোল বিজিবি কোম্পানি সদরে সভায় প্রধান অতিথি ছিলেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা।
তিনি জানান, গত এক বছরে বেনাপোল সীমান্ত এলাকায় ৭৫ কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে।
সেলিম রেজা জানান, জব্দ করা পণ্য সরকারি রাজস্ব খাতে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালানের হারকে শূন্যে নামিয়ে আনতে স্থানীয় সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টুআইসি মেজর নজরুল ইসলাম, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশু, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এবি/আরবি/