ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

মা হলো মানসিক ভারসাম্যহীন কিশোরী!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
মা হলো মানসিক ভারসাম্যহীন কিশোরী! সন্তান কোলে মানসিক ভারসাম্যহীন সেই কিশোরী। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: কথায় আছে, অসহায়ের একমাত্র সহায় সৃষ্টিকর্তা, সে জন্য প্রয়োজন হয়নি কোনো চিকিৎসক কিংবা নার্সের। তার অপার মহিমায় খোলা আকাশের নিচে পথেই কন্যা শিশুর মা হয়েছে সড়কে ঘুরে বেড়ানো মানসিক ভারমাস্যহীন এক কিশোরী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাত পৌনে ১২টায় নেত্রকোনার কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের ফেরির মোড়ে একটি ফুটফুটে কন্যা শিশুর জন্ম দেয় ওই কিশোরী।

প্রত্যক্ষদর্শী মনোহারী দোকানদার জাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান, ওই কিশোরী তার দোকানে এসে 
এসে পানি চায়।

মানবিক দিক বিবেচনায় তাকে একটি কেকও দেন জনি। এর কিছুক্ষণের মধ্যে কিশোরীটি সড়কে লুটিয়ে পড়ে এবং রাজপথেই একটি সন্তানের জন্ম দেয়। কিশোরী ও নবজাতককে পরে জনির পরিবারের সহায়তায় আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা-মেয়ে সুস্থ আছে। তবে এবার মুখোশধারী সেই সমস্ত বাবাদের খুঁজে বের করা হবে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।