ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়ে শ্যুটার লিটন (৩২) ও তার সহযোগী লারাকে (২৮) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, র্যাব-১০ সদস্যদের এক বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী শ্যুটার লিটন ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
শ্যুটার লিটন হত্যা মামলাসহ অন্তত সাত মামলার আসামি। আটকের সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
পিএম/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।