ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ব্যক্তি। 

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা সেতুর পূর্ব পাশে এ  দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, সকালে সিরাজগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস নলকা এলাকায় মহাসড়কের ওপর উঠে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে ট্রাকটি রাস্তার পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরও এক ব্যক্তি।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করা হলেও বাসটি পালিয়ে যায়।
     
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।