বুধবার (১৬ অক্টোবর) আবুধাবিতে শ্রমিক মাইগ্রেশন বিষয়ে এশিয়ার দেশগুলোর আঞ্চলিক ফোরাম ‘আবুধাবি ডায়ালগ’র এক বৈঠকের ফাঁকে দু’জনের এ বৈঠক হয়।
পরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে মন্ত্রীদ্বয় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সুসংহতকরণ ও সম্প্রসারণের বিষয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।
বৈঠকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ মোহাম্মদ শরীফ উদ্দিন, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী রাস আল খাইমার ইকোনমিক জোনের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাকর আম কাসিমীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
টিআর/এইচএ/