ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
দাগনভূঞায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফেনী: ফেনীর দাগনভূঞায় পুকুরে ডুবে জান্নাতুল তাবাসসুম শোভা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে দাগনভূঞা পৌরসভার জগতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ওই শিশু ঘরের পাশে খেলা করছিলো। ঘরের বাইরে তার বাবাও বসা ছিলেন।

বাবার চোখের অগোচরে শিশুটি হঠাৎ উধাও হয়ে যায়।

অনেক খোঁজাখুজির পর ঘরের পাশে পুকুরে ওই শিশুর একটি জুতা ও একটি লাল মগ ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। কিছুক্ষণ পরই পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও সেখানে কর্তব্যরত চিকিৎসক শোভাকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।