পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ওই শিশু ঘরের পাশে খেলা করছিলো। ঘরের বাইরে তার বাবাও বসা ছিলেন।
অনেক খোঁজাখুজির পর ঘরের পাশে পুকুরে ওই শিশুর একটি জুতা ও একটি লাল মগ ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। কিছুক্ষণ পরই পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও সেখানে কর্তব্যরত চিকিৎসক শোভাকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসএইচডি/এইচএ/