ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

রামগতিতে ইলিশ ধরায় ৯ জেলের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
রামগতিতে ইলিশ ধরায় ৯ জেলের জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মা ইলিশ ধরায় শিশুসহ ৯ জেলেকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মোমিন এ জরিমানা করেন। এরআগে মেঘনায় নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে।

রামগতি উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন বাংলানিউজকে বলেন, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জেলেরা ইলিশ  ধরছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে প্রায় সবাই শিশু-কিশোর। এসময় তিনটি নৌকা, প্রায় দেড় হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।