ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কামরুজ্জামান আসিফ (২৪) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও এক যুবক আহত হয়েছেন।

আহতরা হলেন-সোহেল হোসেন (২৮) খাদিজা আক্তার (২৫)।

বুধবার (১৬ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, কামরুজ্জামান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় থাকতেন। সকালে মৃত্যুর খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে তার মরদেহ শনাক্ত করি। তবে রাতে তিনি মোটরসাইকেল নিয়ে কোথায় যাচ্ছিলো তা জানাতে পারি না।

কামরুজ্জামান আহসানউল্লাহ ইউনিভার্সিটির এমবিএ’র (মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) ছাত্র। পাশাপাশি তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন বলেও জানান আলমগীর হোসেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, রাতে এক মোটরসাইকেলে তিন আরোহী যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি হানিফ ফ্লাইওভারে র‍্যাব কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে সাড়ে ৩টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন আছেন।

ময়নাতদন্তের জন্য নিহত মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।